কুদরত রাহমান এর কবিতা /গভীর রাত্রি

কবিতা ( Poetry) By Jul 19, 2023 2 Comments

গভীর রাত্রি

কুদরত রাহমান
চারিদিকে যখন গভীর রাত্রি
ঘুমিয়ে পড়েছে সব জীব যাত্রী
জেগে আছে কিছু অতন্দ্র প্রহরী
পুলিশ, র‍্যাব,বিজিপি, নৌ তরী
সেনা-সদস্য, আনসার,ভিডিপি
সি আই ডি,গোয়েন্দা, ডিবি।
জেগে আছে কর্মঠ শ্রমিক যত
গার্মেন্টস,মিল, কারখানায় রত,
হাসপাতালের নার্স,ডাক্তার
নাইটগার্ড,ওয়ার্ডবয়,ভিজিটর,
মেধাবী ছাত্রছাত্রী অধ্যায়নরত
শিক্ষক শিক্ষিকা গবেষক যত,
কিছু মানুষ,রাত জাগা জোনাকিরা
নির্জন আকাশের একরাশ তারা,
আর জেগে আছে কিছু মহাত্মা
লিখে চলেছে মানবতার কবিতা।
জেগে আছে বিমানের পাইলট
রেল-বাসের ড্রাইভার,ট্রেন গার্ট
মাছরাঙা পাখির মতো দৃষ্টিতে দক্ষ
গন্তব্যে পৌঁছানোই তাদের লক্ষ্য।
জেগে আছে কিছু পশুর পাল
জল-কুমির টাকার কুমিরের দল,
ওখানে রাত নেই,নেই অন্ধকার
আলোর ভুবন ঝাড়বাতির বাহার,
লাল,নিল,সবুজের ঝাঁজালো পানি
বেশরম নাচ গান বিলাচ্ছে সন্মানি,
লাল খয়েরী চোখে শুধু নেশা মগ্নতা
ডলার পাউন্ডশিলিং, টাকার নগ্নতা
নতুন নারী- গাড়ী -বাড়ীর বাহার
অভিলাষ সুর্যটাকে বন্দী করিবার।
ওদের রাত নেই,সন্ধ্যা-সকাল নেই
বন্যার্ত,পিড়িত চেনার সময় নেই।
জেগেছে বাংলার বিপ্লবী দের ঝাঁক
জেগেছে ওরা দিচ্ছে সংগ্রামী ডাক,
ওদের এখন গভীর রাত্র নাই
বাঙালী জাগতে জানে তাই-
জাগো বাঙালী,দেশপ্রেমিক সবায়
যুদ্ধ নয়,ব্রত নাও মানবের সেবায়,
বার বার তোমরা জেগে উঠ বাংলায়
ইতিহাস মোদের সেই কথা শেখায়,
গভীর রাত্রি শেষে,সকাল আসে
সুবাতাস বইবেই-সোনার বাংলাদেশে।।

-আলোকদিয়া
০৫-০৮-২০১৬ ইং :

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / পাল্টে যাবার জট

See more

qudratwork.com

Qudrat’s Poem

2 Comments

  1. Jannatul Ferdaous says:

    খুব দারুণ প্রকাশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *